বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কাতার বিশ্ববিদ্যালয়ে তিন শূন্য তত্ত্বের ওপর ড. ইউনূসের আলোকপাত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:০৮

ছবি: সংগৃহীত

’থ্রি-জিরো তত্ত্ব’। আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়ন। এসব নিয়েই বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল।

এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেগুলো হচ্ছে-জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব ও জিরো নেট কার্বন নিঃসরণ। আর তা অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার বিশ্ববিদ্যালয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বক্তব্যে তিনি তার ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর আলোকপাত করেন। ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ ও শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশন ।

চার দিনের কাতার সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, বর্তমান প্রজন্ম বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। এ সময় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, তোমার মেধাকে কাজে লাগাতে হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top