ডি ব্রুইনা-ম্যাকটমিনির গোলে নাপোলির জয়ের সূচনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১২:১২

নতুন মৌসুমে দারুণ সূচনা করেছে নাপোলি! শনিবার সিরি আ’র ম্যাচে প্রতিপক্ষ সাসুয়োলোর মাঠে ২-০ গোলের জয় পেয়েছে আন্তোনিও কন্তের শিষ্যরা।
ম্যাচের ১৭তম মিনিটেই স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনি প্রথম গোল করেন। মাত্তেও পলিতানোর ক্রস থেকে দুর্দান্ত এক হেডে জালের দেখা পান তিনি।
এরপর দ্বিতীয়ার্ধে আলো কাড়েন নতুন সাইনিং কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটিতে দশ বছর খেলার পর ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দেন তিনি। আর অভিষেক ম্যাচেই চমকে দিলেন সবাইকে। বাঁ দিক থেকে নেওয়া অসাধারণ এক ফ্রি-কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই বেলজিয়ান তারকা। দুই তারকার এই দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার অভিযানে শুভ সূচনা করলো নাপোলি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।