কক্সবাজার সফরে এনসিপির ৫ শীর্ষ নেতা, গোয়েন্দা নজরে রহস্য ঘনিয়ে উঠছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৪:৩৮

৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী—সেই দিনে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ কক্সবাজারে পা রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ শীর্ষ নেতা।
তারা প্রথমে ওঠেন ইনানীর বিলাসবহুল সী পার্ল রিসোর্টে। কিন্তু রহস্য জমে যায় পরদিন দুপুরেই—যখন হঠাৎ তারা রিসোর্ট ছেড়ে চলে যান কলাতলীর শালিক রেস্টুরেন্টে, সেখান থেকে সোজা শহরের অভিজাত হোটেল ‘প্রাসাদ প্যারাডাইসে’।
স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর চোখ এড়িয়ে যায়নি এই আকস্মিক হোটেল পরিবর্তন। ডিজিএফআই, এনএসআইসহ একাধিক গোয়েন্দা সংস্থা এখন এনসিপি নেতাদের উপর রাখছে কড়া নজরদারি। এমনকি হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে খতিয়ে দেখা হয়েছে—বিদেশি কেউ কি এসেছিল?
রয়েল টিউলিপের নিরাপত্তা প্রধান জানায়, কোনো বিদেশির সঙ্গে বৈঠকের প্রমাণ মেলেনি। তবু, গুজব থেমে নেই। বিশেষ করে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম ঘিরেই চলছে গুঞ্জন।
এদিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঁচ নেতার কাছে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে—গুরুত্বপূর্ণ দিনে তারা কেন গেলেন কক্সবাজারে, কে দিলো অনুমতি?
কক্সবাজারের পর্যটন নগরীতে এনসিপির এই সফর ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা, উত্তেজনা আর অজানা প্রশ্ন। এবার দেখার পালা—প্রাসাদ প্যারাডাইস হোটেলে বসছে কোন বৈঠক, আসছে কী নতুন চমক?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।