রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

নীলা ইস্রাফিলের কড়া হুমকি: তুষার সরি না বললে গোপন ভিডিও প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১৩:১২

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ ফাঁসের হুমকি দিলেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। শনিবার রাতের ফেসবুক লাইভে নীলা সরাসরি বলেন—তুষার যদি আমাকে সরি না বলে, তাহলে আমি বাধ্য হবো নেপালে তার পাঠানো নগ্ন ভিডিও জনসমক্ষে প্রকাশ করতে।

নীলার দাবি— তুষার ও তার সহযোগীরা তাকে নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সতর্ক করে তিনি বলেন, এবার সরি না বললে, ভিডিও ফাঁস হবেই।

এর আগে ফেসবুক পোস্টে নীলা অভিযোগ করেন— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়, তিনি অজ্ঞান থাকার সুযোগে, ভর্তি ফরমে স্বামীর জায়গায় তুষারের নাম বসানো হয়।

এ ঘটনাকে তিনি জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন। নীলা জানান, দণ্ডবিধি ৪৬৮ ও ৪৭১ ধারা, এবং আইসিটি আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ।

তার অভিযোগ— অনুমতি ছাড়া পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু সামাজিক মর্যাদাকে আঘাত নয়, ভবিষ্যতে আইনগত বিপদের কারণও হতে পারে। তিনি ঘটনার তদন্ত, দায়ীদের শাস্তি ও প্রকৃত তথ্য পুনঃস্থাপনের দাবি জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top