আজ বন্ধ করোনার টিকাদান
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৩১
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি বন্ধ থাকছে। শনিবার থেকে পুনরায় টিকাদান শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত টানা ৫ দিন করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলেছে।
সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়াও আগামীতে সরকারি সকল ছুটির দিনে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। তবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন চালু থাকবে। এছাড়া আপাতত দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা নেয়ার জন্য স্পট রেজিস্ট্রেশন অর্থাৎ কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন দেয়ার সুবিধা আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। নিবন্ধন না করেও অনেকে টিকা নিতে আসায় বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।