রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের নৌকা উপহারের ঘটনায় আলোচনা-সমালোচনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১২:২৭

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার হিসেবে দিয়েছেন। এটি হয়েছে গত শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে। উপহারের বিষয়টি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

রোববার (২ নভেম্বর) নিজেই ফেসবুক পোস্টে মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি খোলাসা করেছেন। তিনি লিখেছেন, আলজেরিয়ার জাতীয় দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্য বশত তিনি তা গ্রহণ করেন। তিনি আরও উল্লেখ করেছেন, এই উপহারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকের মিল নেই।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পরামর্শ চেয়ে লিখেছেন, তিনি এই নৌকা ফেরত পাঠাতে পারেন, সরকারি তোশাখানায় জমা রাখতে পারেন, অথবা নিজে রাখতে পারেন। তিনি পাঠকের মতামত জানতে চেয়েছেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে দেশের বিভিন্ন কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top