রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, অবস্থান জানালেন ধর্ম উপদেষ্টা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৪:৩৫

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসতে পারেন বিতর্কিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। তবে বিষয়টি নিয়ে সরাসরি সিদ্ধান্তের এখতিয়ার নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের। জানা গেছে, তিনি আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে তার এই সম্ভাব্য সফর নিয়ে ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বাংলাদেশকে সতর্ক বার্তা দিয়েছে। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।”

এরই মধ্যে জাকির নায়েকের আগমন বিষয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছিলেন। আমি তাদের বলেছি, এটি আমার এখতিয়ারের বিষয় নয়। বিষয়টি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে।”

তিনি আরও বলেন, “বিদেশি কোনো অতিথি দেশে আসলে তা দেখভাল করে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা সিদ্ধান্ত নেবেন, কে আসবেন বা আসবেন না। আমার সম্মতি বা অসম্মতি বড় কথা নয়।”

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মন্তব্য তাদের নজরে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, “আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”

তবে এখন পর্যন্ত জাকির নায়েকের সফর অনুমোদন বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুরো বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top