রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

এনসিপি’র প্রতীক ‘শাপলা কলি’, ৩০০ আসনে ফাইট হবে ধানের শীষের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৭:৪০

সংগৃহীত

অবশেষে নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটল। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ মেনে নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ রবিবার (২ নভেম্বর) নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে নতুন করে প্রতীক বরাদ্দের আবেদন করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁদের দল ৩০০ আসনেই প্রার্থী দেবে। তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আসছে নির্বাচনে ‘ধানের শীষ আর শাপলা কলিতেই হবে ফাইট’।

তিনি বিএনপি এবং জামায়াতকে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা না করতে সতর্ক করেন। পাটওয়ারী স্পষ্ট জানিয়ে দেন, বিএনপির ‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ’ এবং জামায়াতের ‘ধর্মীয় ফ্যাসিবাদের’ সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না।

তবে জোটের প্রশ্নে তিনি ইঙ্গিত দেন, এই দুই দল নিজেদের অবস্থান থেকে সরে এলে এনসিপি জোটের চিন্তা করবে। এছাড়া, সরকারের উপদেষ্টাদের অন্য দলের সঙ্গে ‘গোপনে প্রেম’ করলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে বলেও সরকারকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top