বাংলাদেশের শত্রুরা মাথাচাড়া দিচ্ছে: ৭ নভেম্বর ঘিরে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৭:৫৮
বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। শনিবার (২ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করার পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে এবং সোশ্যাল মিডিয়াতেও মিথ্যা প্রচার চলছে।
মির্জা ফখরুল এই সংকটকালে জাতির ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, তারেক রহমানও আজ বিদেশ থেকে সেই চেষ্টা করছেন।
তিনি স্মরণ করিয়ে দেন, স্বৈরাচারবিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়া যেভাবে জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, আজ তারেক রহমানও সেভাবেই দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা দেখাচ্ছেন।
বিএনপির মহাসচিব ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, মানুষ যখন অনিশ্চয়তা ও হতাশায় আছে, তখন ৭ নভেম্বরের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা-র পুনর্জাগরণই সংকট উত্তরণের একমাত্র পথ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।