মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার বাতিল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুজনের আপিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:০৯

সংগৃহীত

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজ আপিল দায়ের করা হয়েছে। রিটকারী সুশাসনের জন্য নাগরিক বা সুজন-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এই আপিল দায়ের করেন।

আপিলে পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিলের আবেদন জানানো হয়েছে। আইনজীবীর মতে, হাইকোর্টের আংশিক বাতিলের ফলে কেয়ারটেকার সরকার ব্যবস্থার সাথে অসংগতিপূর্ণ অনেকগুলো অনুচ্ছেদ রয়ে গেছে। পূর্ণাঙ্গ কার্যকরের জন্য পুরো সংশোধনীর বাতিল প্রয়োজন।

গত বছর ১৭ ডিসেম্বর হাইকোর্ট এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন এবং সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনেন।

হাইকোর্ট তখন পর্যবেক্ষণে বলেছিলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত ৭(ক), ৭(খ) এবং ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন। এই আপিলের ফলে বিষয়টি এখন আপিল বিভাগে গড়ালো।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top