ব্যারিস্টার জমির-ড. মঈন খান লড়বেন কোন কোন আসনে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৯:২২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক নাম ঘোষণা করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল এই তালিকা প্রকাশ করেন।
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিচিত আসন পঞ্চগড়-১ থেকে এবার ধানের শীষের প্রার্থী হয়েছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। বর্ষীয়ান রাজনীতিবিদের পরিবর্তে ছেলে এই আসনে প্রথমবারের মতো ভোট করবেন।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান লড়বেন নরসিংদী-৩ আসন থেকে। তিনি একসময় খালেদা জিয়ার মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ছিলেন।
এছাড়া, চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে, এবং মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ লড়বেন ভোলা-৩ আসনে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রস্তুতি পুরোদমে শুরু হলো।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।