মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ব্যারিস্টার জমির-ড. মঈন খান লড়বেন কোন কোন আসনে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৯:২২

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক নাম ঘোষণা করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল এই তালিকা প্রকাশ করেন।

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিচিত আসন পঞ্চগড়-১ থেকে এবার ধানের শীষের প্রার্থী হয়েছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। বর্ষীয়ান রাজনীতিবিদের পরিবর্তে ছেলে এই আসনে প্রথমবারের মতো ভোট করবেন।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান লড়বেন নরসিংদী-৩ আসন থেকে। তিনি একসময় খালেদা জিয়ার মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ছিলেন।

এছাড়া, চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে, এবং মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ লড়বেন ভোলা-৩ আসনে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রস্তুতি পুরোদমে শুরু হলো।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top