বেগম খালেদা জিয়ার সম্মানে জাতীয় নাগরিক পার্টি তার তিন আসনে প্রার্থী দেবে না
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে তিনটি আসন থেকে লড়বেন, সেসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী দেবে না। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর এই তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, এনসিপি ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে, তবে কোনো দলের সঙ্গে সংহতি হলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। প্রার্থীর তালিকা ১৫ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।
নাহিদ ইসলাম আরও জানান, বিএনপি চেয়ারপারসন ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাই তাদের সম্মানে সেই আসনগুলোতে প্রার্থী দেওয়া হচ্ছে না।
এর আগে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও যাত্রাকে আমরা সম্মান করি। সেই কারণে তিনি যে তিনটি আসনে লড়বেন, সেগুলোতে আমরা প্রার্থী দেব না। এটি শীঘ্রই অফিসিয়ালি ঘোষণা করা হবে।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।