বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

মাল্টি-ডিজিজ জটিলতা: সাবেক প্রধানমন্ত্রী সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:৩৬

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে বা সিসিইউতে (CCU) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি।

গত রোববার (২৩ নভেম্বর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন যে, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হার্ট এবং ফুসফুসের জটিলতাসহ একাধিক রোগে ভুগছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর বুকে সংক্রমণ হয়েছে এবং তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখছেন। মাল্টি ডিজিজ জটিলতার কারণে তাঁর চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে। এ উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top