ভুলে খাঁচা খোলা! 'ডেইজি' কাণ্ডে বরখাস্ত কর্মচারী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭
ঢাকার জাতীয় চিড়িয়াখানায় এক চরম আতঙ্কের জন্ম দিয়েছিল সিংহী 'ডেইজি'। গত ৫ ডিসেম্বর, শুক্রবার বিকেলে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল এই সিংহীটি! চিড়িয়াখানার ভেতরে তৈরি হয়েছিল তীব্র বিশৃঙ্খলা। দ্রুত সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের।
এই ঘটনার পরপরই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিংহী বেরিয়ে আসার মূল কারণ, চিড়িয়াখানার স্থায়ী দৈনিক শ্রমিক আবু বক্করের চরম গাফিলতি! তদন্তে প্রমাণ মিলেছে, তিনি সিংহীর খাঁচার দরজা বা লক (Lock) লাগাতে ভুলে গিয়েছিলেন!
এই গাফিলতির প্রমাণ মেলায়, দায়িত্বশীল সেই কর্মচারী আবু বক্করকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। প্রায় পৌনে দুই ঘণ্টা পর, ট্রাঙ্কুলাইজার গান ব্যবহার করে ডেইজিকে অচেতন করা হয় এবং নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনা হয়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তদন্ত কমিটি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে একাধিক সুপারিশ করেছে।
সুপারিশের মধ্যে রয়েছে – নিরাপত্তা বাড়ানো, অর্থাৎ একজন খাঁচা বন্ধ করলে অন্যজনের তা পরীক্ষা করা, জনবল বৃদ্ধি এবং খাঁচাগুলোর সংস্কার করা। আশা করা যায়, এই পদক্ষেপগুলো চিড়িয়াখানায় প্রাণীদের নিরাপত্তা আরও মজবুত করবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।