বিজয় দিবসে সাভারে জনতার ঢল; শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩
আজ মহান বিজয় দিবস! বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন হয় বাংলাদেশ। দিনের প্রথম প্রহরে, সকাল ৬টা ৩১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৬টা ৫৫ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিন বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে খুলে দেওয়া হয় প্রবেশদ্বার। এরপরই লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার স্মরণে স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষের ফুলেল ভালোবাসায় ভরে ওঠে শহীদ বেদি।
শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ে ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এত ভিড়েও শৃঙ্খলার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে জনতা। এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ১৬ ডিসেম্বর শুধু একটি দিন নয়, এটি বিজয়, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। দেশপ্রেম, ত্যাগ ও দায়বদ্ধতার বার্তা নিয়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করল তার শ্রেষ্ঠ সন্তানদের।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।