অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না :ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৫:০৭
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।”
বুধবার উত্তর কাফরুল হাইস্কুল থেকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ২০১৮ সাল থেকে এই এলাকায় জনগণের সুখে-দুঃখে পাশে রয়েছেন এবং এটি কোনো নতুন বিষয় নয়। যেহেতু এই এলাকা থেকে তিনি নির্বাচন করছেন, তাই এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও স্বাগত জানিয়ে তিনি বলেন, “সকলেই যেন সুন্দর, ভদ্র এবং সুশৃঙ্খলভাবে প্রচারকাজ পরিচালনা করেন।” পাশাপাশি জনগণের ওপর আস্থা রাখার এবং তাদের রায়কে সম্মান করার আহ্বান জানান জামায়াত আমির।
এছাড়াও তিনি ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করেন এবং শিশুদের উদার অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।