আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৬:১৪
আইপিএল থেকে বাদ পড়া নিয়ে গত তিন সপ্তাহ ধরে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন মোস্তাফিজুর রহমান। বিষয়টি নিয়ে নানা জল্পনা থাকলেও পুরো সময়জুড়েই নীরব ছিলেন এই বাঁহাতি পেসার। গণমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে।
এদিকে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা এখন লম্বা বিরতিতে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত সাফল্যের একটি সুখবর পেলেন মোস্তাফিজ।
আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে অবস্থান করছেন ‘দ্য ফিজ’। তার রেটিং পয়েন্ট ৬৬৫।
মোস্তাফিজ ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই বর্তমানে সেরা দশে নেই। তবে বাংলাদেশি বোলারদের মধ্যে তার পরেই আছেন শেখ মেহেদী হাসান। এক ধাপ পিছিয়ে তিনি অবস্থান করছেন ১৪ নম্বরে, রেটিং পয়েন্ট ৬৩৪।
এ ছাড়া ১৭ নম্বরে রয়েছেন রিশাদ হোসেন, যার রেটিং পয়েন্ট ৬১৯। সেরা বিশের মধ্যে এই তিনজনই বর্তমানে বাংলাদেশের প্রতিনিধি।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। ১ম: বরুণ চক্রবর্তী (ভারত) – ৭৮৭ পয়েন্ট, ২য়: রশিদ খান (আফগানিস্তান) – ৭৩৭ পয়েন্ট, ৩য়: ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) – ৭০২ পয়েন্ট, ৪র্থ: জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড) – ৬৯১ পয়েন্ট। তবে শীর্ষ পাঁচে একটি পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।