সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সীমান্ত হত্যা ও পেঁয়াজ আমদানি বন্ধ সম্পর্কে আঘাত হানে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :   

বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও সীমান্ত হত্যা বা পেঁয়াজ আমদানি বন্ধের মতো কিছু বিষয় এই সম্পর্কের ওপর আঘাত হানে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন।

তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ষষ্ঠ যৌথ কনসালটেটিভ কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সীমান্তে যাতে কেউ মারা যায় না যায় সেজন্য উভয় দেশ একমত হয়েছে। সীমান্তের যেসব এলাকায় মারা যায় সেখানে যৌথভাবে মনিটরিং করা হবে। তিনি সীমান্তে নাগরিকদের মৃত্যু বাংলাদেশের জন্য লজ্জার, তেমনি ভারতের জন্যও।

তিনি আরও বলেন, ভারতের সাথে আমাদের যে ধরণের গভীর সম্পর্ক তাতে একজন লোকের মৃত্যুও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। একইসঙ্গে, পেঁয়াজের মতো ছোট একটি জিনিসও সম্পর্কে আঘাত হানে।

সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে এটিকে শূন্যের কোঠায় নিয়ে আসার। আমাদের দুই দেশের দায়িত্ব আছে এবং সেটি আমরা করবো।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top