পেঁয়াজের বদলে চা, পাট ও ফল নিতে আগ্রহী ইরান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ অক্টোবর ২০২০, ১৯:৫৫

ইরানের রাষ্ট্রদূত এবং
কৃষিমন্ত্রী ডঃ আব্দুর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে ইরান। বিনিময়ে এদেশ থেকে চা, পাট, আমসহ বিভিন্ন সুস্বাদু ফল নিতে আগ্রহ দেখিয়েছে দেশটি। কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাক্ষাতের সময় এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর।

বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে এসে বাংলাদেশের প্রশংসা করেন ইরানের রাষ্ট্রদূত। এসময় কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি, এগ্রো ফুড প্রসেসিং ও প্যাকেজিং, জলবায়ু সহনশীল বিভিন্ন জাত উদ্ভাবন ও গবেষণা, বাণিজ্য নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ থেকে চা, পাট,আম, মসলাসহ বিভিন্ন ফুড আইটেম ও শাকসবজি নেয়ার আগ্রহ দেখান রেজা নফর। পাশাপাশি বাংলাদেশে খেজুর, গম, পেঁয়াজ, কিসমিস প্রভৃতি রপ্তানির আগ্রহ ব্যক্ত করেন ইরানের রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানা উদ্যোগ এবং কৃষিখাতে প্রণোদনা ও অভাবনীয় সাফল্য, ইরানের রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন কৃষিমন্ত্রী। বাংলাদেশ থেকে ইরানে আম,আনারসসহ বিভিন্ন ফলমূল ও শাকসবজি এবং ইরান থেকে গম ও পেঁয়াজ আমদানি-রপ্তানি নিয়ে আলোচনাও করেন তারা।

কৃষিমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে অনুরোধ জানান। ইরানের রাষ্ট্রদূত জানান, ইরানে তুলনামূলকভাবে পেঁয়াজের দাম অনেক কম। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top