শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

করোনার কারণে হবে না মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১৮:৩৯

করোনার কারণে হবে না মঙ্গল শোভাযাত্রা

মহামারি করোনার কারণে হবে না মঙ্গল শোভাযাত্রা। এবারও রমনার বটমূলে গাইবে না ছায়ানট।

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সারাদেশ। একারণে এবার পয়লা বৈশাখে শুধু চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করবে। আর তা ভার্চুয়াল মাধ‌্যমে প্রচার করা হবে।

রোববার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘খুবই স্বল্প সংখ্যক লোক নিয়ে এটি উদযাপন করা হবে। যাতে ভার্চুয়ালি প্রচার করা যেতে পারে। এক্ষেত্রে বাইরের কোনো মানুষ আসতে পারবে না।’

মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক নাজির খান খোকন বলেন, ‘পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় সর্বোচ্চ স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে শোভাযাত্রা বের করা হবে। বাইরের কেউ এতে অংশ নেবে না। আমাদের পুরো আয়োজনটি অনলাইনে প্রচার করা হবে।’

তিনি বলেন, ‘আমরা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে থাকি। এটার উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতির মঙ্গল। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর আমরা এটি উদযাপন করতে পারিনি। এবছর সবকিছু স্বাভাবিক হয়ে আসছিল। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি খারাপ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এটি একটি বিশ্ব ঐতিহ্য। তাই এটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে না পারা আমাদের জন্য কষ্টের। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিকৃতি তৈরি করছেন। আমরা নিজেরাই চারুকলার অভ্যন্তরে এটি উদযাপন করবো।’

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। স্বল্প পরিসরে আমাদের মঙ্গল শোভাযাত্রা হবে। সেটা ভার্চুয়ালি প্রচার করা হবে। স্বাস্থবিধি মেনেই এটি উদযাপন করা হবে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top