বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত: শি জিনপিং

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ২১:৪০

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশ-চীনের কুটনৈতিক সম্পর্কের ৪৫ তম বর্ষপূর্তিতে বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন, চীনা  প্রেসিডেন্ট শি জিনপিং।

রোববার (০৪ অক্টোবর) দুই দেশের বর্ষপূর্তিতে  রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শি জিনপিং এ আগ্রহের কথা জানান।

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতেও প্রস্তুত চীন।‘

অভিনন্দন বার্তায় চীনা প্রেসিডেন্ট আশা করেন, যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণের মাধ্যমে দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের এবং ঐতিহাসিক সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে উল্লেখ করে শি জিনপিং বলেন, ৪৫ বছর আগে দু’দেশের মধ্যে কূটনৈতিক স্থাপিত হয়। কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই দুই দেশ একে অন্যের প্রতি সব সময় শ্রদ্ধা দেখিয়েছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বেড়েছে এবং পারস্পরিক সহযোগিতা বেড়েছে। যার ত্রিমাত্রিক সুবিধা দুই দেশের জনগণকে লাভবান করেছে।

শি জিনপিং বলেন, করোনা মহামারির বিরুদ্ধে বাংলাদেশ-চীন একে অন্যকে সহযোগিতা করেছে, এক দেশ আরেক দেশের পাশে থেকে লড়াই করছে। এই করোনার বিরুদ্ধে লড়াইয়েও চীন-বাংলাদেশ বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেও শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক ও আন্তরিকতার বন্ধন সামনের দিনগুলোতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top