গ্লোব বায়োটেকের করোনা টিকা প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ১৮:২১
নিজস্ব প্রতিবেদক:
দেশীয় ঔষধ প্রস্তুতকারক কোম্পানী গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা টিকা ‘ব্যানকোভিড’ প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি সম্পর্কিত তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান, তারা কোনো ভ্যাকসিনের মডেল কপি করেননি।
সম্প্রতি মার্কিন মেডিক্যাল জার্নাল বায়োআর্কাইভে প্রকাশিত প্রতিবেদন জানায়, গ্লোব বায়োটেক উদ্ভাবিত টিকা বিশ্বে প্রথম ডি ৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম।
গত ২ জুলাই এক সংবাদ সম্মেলনে করোনা টিকা আবিস্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। ওইদিন তারা জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গবেষণা কেন্দ্রে প্রাণীদেহের ওপর প্রথম ট্রায়াল সম্পন্নের কথা। এরপর গবেষণার বাকি কাজ করা হয় রাজধানীর তেজগাঁও ল্যাবে।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।