পরীক্ষা না হওয়ায় অটো প্রমোশন: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ১৬:৩৬

নিজস্ব প্রতিবেদক:

যেহেতু এ বছর পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না, তাই প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণিতে পড়াশোনা শুরু করার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ইটনা মিঠামইন অষ্টগ্রাম অলওয়েদার সড়ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভার্চুয়াল পাঠেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। করোনাজয় করেই এগিয়ে যাওয়ার বিকল্প নেই। এ সময় তিনি আরও বলেন, হাওর এলাকায় কৃষির পাশাপাশি উৎপাদন বহুমুখী করতে মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে।

সরকার প্রধান বলেন, সারাদেশে ত্রিমাত্রিক নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। একই সাথে হাওর এলাকায় কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী শীতে করোনার প্রভাব বাড়তে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, এজন্য  প্রতিটি জেলা ও উপজেলা সদর হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে।

করোনাভাইরাসের মত যেকোন সমস্যা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুকনার দিনের পাও, বর্ষার দিনের নাও, একেই বলে ভাটি এলাকার গাঁও’— এই প্রবাদটিই এক সময় ছিল মানুষের মুখে মুখে। তবে বদলে যাচ্ছে সেই চিত্র,সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিশাল হাওরের বুকে নতুন মাত্রা যোগ হয়েছে নান্দনিক অল ওয়েদার মহাসড়ক।

দৃষ্টিনন্দন সড়কটির সুবাদে জীব-বৈচিত্র্যে পরিপূর্ণ হাওরের সৌন্দর্যও বেড়েছে অনেকটা।তেমনি পর্যটনের অপার সম্ভাবনার দুয়ারও উন্মোচিত হয়েছে। তাই হাওরের প্রকৃতি পরিবেশ,বিস্তৃত জলরাশি উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার পর্যটক ।

৮৭৪ কোটি টাকা খরচায় হাওরের মাঝ দিয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মিত হয়েছে।

এনএফ৭১/এনএম/২০২০

প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে ক্লিক করুন:



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top