কোন অপরাধীই পার পাবে না: আইজিপি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ২০:১১

গোপালগঞ্জ থেকে :

সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান এসব কথা বলেন।

আইজিপি জানান, ‘সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে।  প্রত্যেকটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারই শেষ না, যে সব মামলা রয়েছে তার অভিযোগপত্র দ্রুততম সময়ের মধ্যে দেয়া হবে। ‘

তিনি আরো বলেন, ‘আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সাথে জড়িতরা কেউ রেহায় পাবে না। আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড় করাবো এবং বিচারের কাছে সোপর্দ করবো। আমাদের দৃঢ় বিশ্বাস এরা বিচারের মুখোমুখি হবে এবং যার যার পাওনা তারা নিশ্চয়ই বিচার বিভাগের কাছ থেকে বুঝে নিবে।‘

এর আগে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। এসময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন আইপিজি ড. বেনজীর আহমেদ।

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top