বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো আবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২১, ২০:২১
দুই দেশের মধ্যকার স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়িয়েছে বাংলাদেশ। ভারতে করোনা পরিস্থিতির অবনতির কারণেই ৩১ মে পর্যন্ত সীমান্ত দিয়ে লোক চলাচল বন্ধ থাকার সিধান্ত ।
শুক্রবার (২১ মে) ত্রিপুরার আগরতলার অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরায় নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে ২৬ এপ্রিল ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মেয়াদ শেষ হয় ৯ মে। এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়। এটি ২৩ মে শেষ হওয়ার কথা ছিল। সীমান্ত বন্ধের মেয়াদ তৃতীয় দফায় আরও আট দিন বাড়াল বাংলাদেশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।