বাজেট ২০২১
বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জুন ২০২১, ০১:৫৩
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থাপিত ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় কিছু পণ্যের দাম বাড়বে।
মদ-বিয়ার জাতীয় পণ্য আমদানিতে বাজেটে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে বিধায় মদ-বিয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাড়ানো হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সিগারেটের মূল্যস্তর।
আরো বাড়তে পারে টাইলস ও স্যানিটারিওয়্যার এর দাম। এসব পণ্যের পরিবেশক ও ডিলারদের নিট কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। সেই সাথে এমিউজমেন্ট পার্ক স্থাপনের রাইডসামগ্রীর ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। তাই শিশুদের বিনোদনকেন্দ্র স্থাপনের খরচ বাড়তে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাজেট ২০২১-২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।