টিকা বন্ধ বলে ইলিশও বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুন ২০২১, ২৩:৪৬

টিকা বন্ধ বলে ইলিশও বন্ধ

বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষ ভারতীয় করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নিয়ে বসে রয়েছেন। কিন্তু খবর নেই দ্বিতীয় ডোজের। তার ওপর পেরিয়ে যাচ্ছে সময়। ভারত বলেছে, আপাতত সম্ভব নয় ভ্যাকসিনের আর একটি ডোজও পাঠানো। বিষয়টি নিয়ে ক্ষোভ আর চাপা থাকছে না দেশে। যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের ইলিশ মাছ প্রসঙ্গে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ইলিশ ভারতে রফতানিতে নিষেধাজ্ঞা রয়েছে। তার সত্ত্বেও গেল বছর জামাইষষ্ঠীর সময়ে পশ্চিমবঙ্গে দুই হাজার টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছিল হাসিনা সরকার। কিন্তু এ বছর পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের পাতে পড়েনি।

বাংলাদেশ সূত্রে থেকে জানা গেছে, মার্চের ঢাকা সফরেও ভারতের প্রধানমন্ত্রী মোদী টিকার বিষয়টি নিয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বকে কথা দিয়েছিলেন। কিন্তু ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে টিকা রফতানি স্থগিতের সিদ্ধান্ত নেয় সাউথ ব্লক।

বাংলাদেশের বক্তব্য অনুযায়ী, টিকার ব্যাপারে ভারতের কাছ থেকে আশ্বাস পাওয়া যাওয়ায়,তখন আগ্রহী ফিরিয়ে দেওয়া হয় চীনকে। এখন তাদের কাছে থেকে টিকা আনতে যাওয়ায় দর কষাকষির জায়গায় পৌঁছে গেছে চীন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top