যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১৮:৫১
যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার ২৫ লাখ ডোজের চালান পেতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার (২৬ জুন) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক টুইট বার্তায় এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রদূত বলেছেন, ‘করোনা প্রতিরোধে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গ্যাভি-কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে শিগগিরই মডার্নার ২৫ লাখ টিকা দেবে। করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার অঙ্গীকার পূরণে এ টিকা দেওয়া হচ্ছে।’
এছাড়া ৩১ মে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা পাঠানো হয়। রাজধানীর তিনটি কেন্দ্রে চলছে ওই টিকার প্রয়োগ।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।