ড. একেএম শাহাবুদ্দিন পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৮:৩৩
সরকার পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে ড. একেএম শাহাবুদ্দিনকে নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) পদে দায়িত্ব পালন করা ড. একেএম শাহাবুদ্দিনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করে পদায়ন করা হলো।
এছাড়া, একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. কামরুজ্জামানকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।