মগবাজারে বিস্ফোরণ: বিস্ফোরক পরিদপ্তরের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ২২:২১

মগবাজারে বিস্ফোরণ: বিস্ফোরক পরিদপ্তরের তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিস্ফোরক পরিদপ্তর। কমিটির নেতৃত্ব দেবেন পরিদপ্তরের উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শক ড. মো. আব্দুল হান্নান।

কমিটির অন্য সদস্যরা হলেন, বিস্ফোরক পরিদর্শক মো. আব্দুর রব এবং সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের টিম গতরাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরক পরিদর্শক মো. আব্দুর রব, সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন এবং কারিগরি সহায়ক বিনয় কুমার ঘটনাস্থল দেখে এসেছেন।’

পরিদর্শনকারী কর্মকর্তারা কিছু জানিয়েছে কিনা? এমন প্রশ্নে আবুল কালাম আজাদ বলেন, ‘অবস্থা আসলেই নাজুক। এমন মাল্টি বিস্ফোরণ, কী কারণে হয়েছে তা এতো সহজে বলা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ, এসি বিস্ফোরণ, গ্যাস লিকেজ, ট্রান্সফরমার বিস্ফোরণ- এমন বেশ কিছু কথা বলা হলেও এগুলোর একটিতেও এত বড় বিস্ফোরণ এর আগে কোথাও হয়নি। একেবারে নির্দিষ্ট করে এখনই কিছু বলা সম্ভব নয়। আজও তদন্ত কমিটি স্পটে যাবে। তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছি।’

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top