দেশে করোনা পরিস্থিতি
১ জুলাই থেকে কঠোর লকডাউন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুন ২০২১, ০৮:১০
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হচ্ছে। মঙ্গলবার (২৯ জুন) রাতে এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
তথ্য বিবরণীতে আরো জানানো হয়, উক্ত সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় সরকার কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়। সোমবার থেকে যা সীমিত আকারে শুরু হয়েছে।
অবশ্য আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। প্রাথমিকভাবে এই বিধিনিষেধ এক সপ্তাহ চলবে। তবে তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সরকার সবাইকে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।