শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আল-নাহিয়ান খান জয়ের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০১:০৫

আল-নাহিয়ান খান জয়ের জন্মদিন আজ

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন শনিবার (৩০ অক্টোবর)। এই দিনে তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন এই নেতা।

জয় মুক্তিযোদ্ধা আবদুল আলী খানের ছেলে। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি। বরিশাল থেকে এসএসসি পাস করে ঢাকা কমার্স কলেজে এইচএসসি এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভর্তি হন জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই রাজনীতিতে পুরোদমে সম্পৃক্ত হয়ে পড়েন তিনি।

২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পান জয়। এরপর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং পরে সংগঠনটির পুরো দায়িত্ব আসে তার উপর। বর্তমানে তার নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হচ্ছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top