ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
রাজীব রায়হান | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬
ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
চলতি বছরের অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এর মধ্যেই র্যাঙ্কিংয়ে এসেছে বড় সুখবর। নারী ফুটবলের হালনাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে বাংলার বাঘিনীদের অবস্থান এখন ১৩২ নম্বরে। সর্বশেষ আগস্টে ১৩৯–এ ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমান র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। সাবিনা-সানজিদাদের ওপরে অবস্থান ভারত ও নেপালের।
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল
অবশেষে দ্বিতীয় দফায় আর রক্ষা পেলেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশটির আইনপ্রণেতারা শনিবার (১৪ ডিসেম্বর) ইউন সুক-ইওলের বিরুদ্ধে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে অভিশংসনের পক্ষে ভোট দেন। এর পরই পার্লামেন্টের স্পিকার অভিশংসনের চূড়ান্ত ঘোষণা দেন। তবে এখনই তিনি প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হবেন না। বিরোধী দল একে জনগণের বিজয় বলে আখ্যা দিয়েছে। খবর বিবিসির।
শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন ও সাধারণ মানুষ। শ্রদ্ধা জানাতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সাধারণের ঢল নামে। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর যা বললেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাঁদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন বলে আশা করেন তিনি। শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব বলেন, ছাত্ররা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র ও একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
বুদ্ধিজীবী হত্যার বিচার চাইলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় ভারতের ষড়যন্ত্র ছিলো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিজয়ের মাত্র দুইদিন আগে যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও মুক্তিযুদ্ধের পর জহির রায়হানকে যারা গুম করেছিলো তাদেরকেও খুঁজে বের করার দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধের সময় ভারত নিজেদের স্বার্থে বাংলাদেশকে সহায়তা করেছিলো বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন: রিজভী
পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রসংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্য একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। এটি তিনি অত্যন্ত ভুল কথা বলেছেন। পৃথিবীতে সব সংস্কারই হয়েছে পার্লামেন্টে। তার এ মন্তব্য বিভ্রান্তিমূলক। শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে- তা কোনোভাবেই যেন নষ্ট না করা হয়। এমন মন্তব্য করেছেন অর্ন্তর্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আসিফ নজরুল বলেন, শহিদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান।
সমান স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই : পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সমান স্বার্থের ভিত্তিতে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে সু-সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।
শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্র্বতী সরকার: প্রেস সচিব
অর্ন্তর্বতী সরকার শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ড. মুহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছেন এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। সে আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিন খান এক সিনেমায়!
গেল বছর গুঞ্জন উঠেছিল বলিউডের তিন খানকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে। এবার সেই গুঞ্জনের ইতি টানলেন আমির খান। তিনি জানালেন, সালমান ও শাহরুখের সঙ্গে নতুন ছবি নিয়ে আলোচনা হয়েছে। সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এ বিষয়ে আমিরকে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ছয় মাস আগে সালমান ও শাহরুখের সঙ্গে দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। সত্যিই আমাদের একসঙ্গে ছবি করা দরকার। আমরা আলোচনার মধ্যেই আছি। আমির খান জানান, সঠিক স্ক্রিপ্টের জন্য এখন নাকি তারা অপেক্ষা করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।