১৭ বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান
লন্ডন প্রতিনিধি: | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৬:৪১

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বিবিসি বাংলার সঙ্গে এই বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, দেশে ফেরা এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল।
বিবিসি বাংলার প্রশ্নে তারেক রহমান বলেন,
“যেখানে জনগণের সম্পৃক্ত একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে রাখতে পারব না। আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠে থাকব।”
প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে তিনি বলেন,
“এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি আমার সিদ্ধান্ত নয়। জনগণই ঠিক করবে, কে প্রধানমন্ত্রী হবে।”
তবে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দেন তিনি —
“সেটা তো অবশ্যই নেব। কেন নেব না? ইনশাআল্লাহ, নির্বাচনে অংশ নেব।”
বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদের বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন,
“এটি দলের সিদ্ধান্ত। দল যেভাবে সিদ্ধান্ত নেবে, আমি সেভাবেই চলব।”
লন্ডনে অবস্থান করেও তিনি বলেন,
“বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি স্বাধীন, সুশাসিত ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে হিসেবে তিনি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।