শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

নাসীরউদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি গুজব

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৩:২৯

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি।

‎বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের সঙ্গে আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে অংশ নিয়েছেন এবং বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। সালেহ উদ্দিন সিফাত বললেন, “তার পদত্যাগের বিষয়টি বা দল থেকে অব্যাহতির খবর সঠিক নয়।”

‎এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে জানিয়েছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে খবর ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া কিছুই নয়। তিনি এই অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানিয়েছেন।

‎এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দল স্পষ্ট করেছে, এ ধরনের দাবি সত্য নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top