শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারি না দিলে পরবর্তী গৃহযুদ্ধের দায় ‘প্রধান উপদেষ্টার’- নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৫:৩৫

ছবি: সংগৃহীত
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যদি সরকার ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে পরে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় প্রধান উপদেষ্টার কাঁধে বর্তাবে। তিনি এই মন্তব্য করেছেন বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বার্তার শীর্ষক অনুষ্ঠান থেকে।

অনুষ্ঠানে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিন। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারেন তাহলে পরে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সেই দায় আপনার (প্রধান উপদেষ্টার) কাঁধে বর্তাবে।”

তিনি আরও দাবি করেন, জুলাই সনদের বাস্তবায়নের জন্য গঠিত সংস্কার কমিশন একটি সুপারিশমালা ডিজাইন করেছে এবং সরকার তা জনসম্মুখে আনলে এনসিপি তাতে স্বাক্ষর করবে। একই সঙ্গে তিনি দেশের আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেন—তাঁর কথায়, “ড. ইউনূসের কোর্টে এখন বল, যেহেতু তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়… কিন্তু এই পিছলা মাঠে আমাদের আইন উপদেষ্টা আরও বেশি তেলমর্দন করেন। তিনি রাজনীতিবিদদের শুধু পিছলা খাওয়াতে চান।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশ এখন অন্য পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে এবং অস্পষ্টতার মধ্যেই ভবিষ্যৎ গড়তে পারবেন না। তিনি ভোট-প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তুলে ধরে বলেন, “গণভোট আগে হবে না হবে—এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।”

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিভিন্ন উচ্চকক্ষ থেকে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। কিন্তু গণভোটের প্রশ্নে জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্রিত হবে—তিনি মনে করেন দুই দল মিলে পরস্পরের কুতর্ক চালাচ্ছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব বক্তব্যে অংশগ্রহণকারীরা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং রাজনৈতিক মহলে এ বক্তব্যকে নিয়ে বিভিন্ন সমালোচনা–সমর্থন উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top