এনসিপির পাটওয়ারী:
হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে বিএনপি জন্ম, না’ দিয়ে বিএনপির মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
 
                                        জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামীকে কুতর্ক বন্ধ করে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পাটওয়ারী বলেন, “অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না। গণভোট আগে হবে, না হবে—এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।” তিনি সতর্ক করে বলেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে; “বিএনপি যদি ‘না’ ভোটে স্ট্রিক্ট থাকে, তাহলে বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। বিএনপি একটি বড় দল, আমরা বলবো, ‘না’ ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না।”
জামায়াতকে নির্বাসনে রেখে তিনি আরো বলেন, “আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন। কিন্তু গণভোট প্রশ্ন জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে। তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে।”
এছাড়া পাটওয়ারী সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফট প্রকাশ্যে আনার দাবি জানান। তিনি বলেন, “সুপারিশমালার ড্রাফট জনসম্মুখে আনুন, তখনই এনসিপি এতে স্বাক্ষর করবে।” তার ভাষ্য অনুযায়ী, সুপারিশমালা নিয়ে গোপনীয়তা থাকলে তা রাজনীতিকে সহ্য করবে না।
পাটওয়ারী দেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুতর উল্লেখ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান ও সতর্ক করেন—যদি সময়মতো নির্বাচন না হয় এবং দেশ গৃহযুদ্ধের দিকে যায়, তার দায় নির্দিষ্ট ব্যক্তির ওপর চাপানো হবে। তিনি বলেন, “ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এটা যদি না হয়, আর দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায়, তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে।”
একই সঙ্গে তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না—তবে প্রয়োজনে শক্তভাবে প্রতিরোধ করা হবে যদি কেউ বাধা দেয়। পাটওয়ারী আরও বলেন, “বহু অনুসারে বলা হয়েছিল আওয়ামী লীগের ৫ লাখ নেতাকর্মীর প্রাণ যাবে—আমরা কিন্তু আওয়ামী লীগের গায়ে হাত দেইনি। কিন্তু তারা যদি বাঁধা দিতে আসে, কঠোরভাবে প্রতিহত করবো। বিএনপিকে বলবো আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আনবেন না।”
অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য বিশ্লেষক ও নেতারা দেশের রাজনৈতিক সংকট ও সম্ভাব্য নির্বাচন কৌশল নিয়ে সংক্ষিপ্ত মত প্রকাশ করেন। সভাপতি-প্যানেল সূত্রে জানা যায়, এনসিপি সুপারিশমালার স্বচ্ছতা ও ভোট-পরিবেশ সুরক্ষায় নিজেদের অবস্থান আশাতীতভাবে স্পষ্ট করতে প্রস্তুত।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।