জনমনে প্রশ্ন বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে?: তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১০:০৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো কোনো সময় জনমনে প্রশ্ন বাড়ছে— যথাসময়ে কি নির্বাচন হবে?”
রোববার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন,
“এমন তো হওয়ার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় ও সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে।”
বিএনপি নেতা অভিযোগ করেন,
“বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান রয়েছে। তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কোনোভাবেই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।”
তিনি আরও বলেন,
“প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে জনগণের সমর্থনের কারণেই ষড়যন্ত্রকারীরা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। গণতান্ত্রিক জনগণের কাছে বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল।”
সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন,
“একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে সর্বোচ্চ ছাড় দিয়ে অন্যান্য রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। কিন্তু একের পর এক নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে— এর পরিণতি সম্পর্কেও আমাদের সতর্ক থাকা প্রয়োজন।”
তিনি আরও মন্তব্য করেন যে,
“কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের ঝুঁকি তৈরি হতে পারে।”
আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করছে জানিয়ে তারেক রহমান বলেন,
“দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপির দলীয় অথবা বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।