সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে এনসিপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১০:২৬

ছবি: সংগৃহীত

দলটির নেতারা জানিয়েছেন, এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। তাদের বিশ্বাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির সঙ্গে জোটের গুঞ্জন উড়িয়ে দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

“আমরা আপাতত জোটের কোনো চিন্তা করছি না। তবে ভবিষ্যতে বিএনপি যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি থেকে সরে আসে এবং সংস্কারের পক্ষে থাকে, তাহলে বিষয়টি বিবেচনা করা হবে। একইভাবে জামায়াতে ইসলামী যদি ধর্মীয় ফ্যাসিবাদ ও বিভাজনের রাজনীতি থেকে সরে আসে, তাও ভাবা যেতে পারে।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন,

“মাঠ পর্যায়ে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ইসি তা নিশ্চিত করতে পারেনি। অন্য দলের জোটসঙ্গীরাও হামলার শিকার হচ্ছে।”

তিনি অভিযোগ করেন,

“আইন মন্ত্রণালয় ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে এখন এক ধরনের ‘গোপন প্রেমের কারখানা’ তৈরি হয়েছে, যা গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করছে।”

গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতকে মুখোমুখি অবস্থানে না থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

“গণভোটের কারণে নির্বাচন পেছানোর সম্ভাবনা তৈরি হতে পারে। ভোট আগে হোক বা নির্বাচনের দিনেই হোক, ফলাফল একই থাকবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top