বিএনপির স্থায়ী কমিটি আজ বসছে প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১২:৩৭
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে বসছে। বৈঠকটি দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে নেতাকর্মীদের মধ্যে একাধিক জরিপ এবং প্রায় এক হাজার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আলোচনার পর প্রার্থীদের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজকের বৈঠকের আলোচ্যসূচি উন্মুক্ত রাখা হয়েছে। প্রধান বিষয়গুলো হতে পারে প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং প্রধান উপদেষ্টার সম্ভাব্য ঘোষণার ওপর মতামত নির্ধারণ।’
গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুপুরে তেজগাঁওয়ে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সংবাদ সম্মেলনের নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি। তবে সরকারঘনিষ্ঠ সূত্র বলছে, সংবাদ সম্মেলনের আগে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। প্রথম ধাপে সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করা হয়, দ্বিতীয় ধাপে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা করেছেন, এবং তৃতীয় ধাপে প্রার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।
সূত্র জানায়, প্রায় ২০০ আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে ৬০–৭০টি আসনে একাধিক শক্তিশালী প্রার্থী ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জোটভুক্ত দলের সঙ্গে আসন বণ্টন সংক্রান্ত জটিলতার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাথমিক তালিকা সাংগঠনিক দক্ষতা, অতীত আন্দোলনে অবদান এবং জনমত জরিপের ফলাফলের ভিত্তিতে তৈরি হয়েছে।
দলীয় অভ্যন্তরীণ সূত্র জানায়, তালিকায় এখনও পরিবর্তন সম্ভব। মাঠপর্যায়ের কার্যক্রম এবং প্রার্থীর সক্ষমতার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা হতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমান নিজেও একাধিক প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: ডেইলি স্টার
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।