সরকার জারি করলো আরপিও সংশোধন অধ্যাদেশ
জোটে অংশ নিলেও নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১১:৫১
                                        নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত দলগুলো জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের ভোটারদের নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে। এমন বিধান যুক্ত করে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে। সোমবার (৩ নভেম্বর) এ অধ্যাদেশ জারি করা হয়।
এর আগে, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।
জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশোধন বহাল রাখার দাবি জানান। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়, জোট করলেও ভোট দিতে হবে স্ব স্ব দলের প্রতীকে।
এই অধ্যাদেশের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, বরং নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।