দল ছাড়ার প্রশ্নই ওঠে না: রুমিন ফারহানা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০
দলীয় মনোনয়ন না পেলেও বিএনপির সঙ্গেই থেকে রাজনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, “দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার বিএনপি ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে, যেখানে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই খালি আসনগুলোর একটি হলো রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া-২ আসন।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন,
“৬৩টি আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি। আমার আসনটাও তার মধ্যে। ধারণা করা হচ্ছে, জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলেই এই আসনগুলো খালি রাখা হয়েছে। আমি জানি না আমাকে মনোনয়ন দেওয়া হবে কি না, তবে আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।”
রুমিন ফারহানা আরও বলেন,
“মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর ধরে—দলের জন্য, দেশের জন্য, ন্যায়ের পক্ষে, সত্যের জন্য। ভবিষ্যতেও আমি এই পথেই চলব।”
মনোনয়ন না পাওয়া নিয়ে হতাশ নন বলেও জানান তিনি।
“আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। আমার রাজনীতি আমার মতো করেই চালিয়ে যাব ফর শিওর। আমার নেতা-কর্মীরা আমার সঙ্গে আছে। নমিনেশন একটা ঘটনা মাত্র।”
তিনি আরও বলেন,
“আমি বিশ্বাস করি, দলের সার্বিক দিক বিবেচনায় দল তার সিদ্ধান্ত নেয়। যারা মনোনয়ন পেয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।”
উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনীত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। সাম্প্রতিক বছরগুলোতে তিনি টকশো, সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা আলোচনায় ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।