জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের পদযাত্রা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১২:৩১
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালেই রাজধানীর শাপলা চত্বর এলাকায় জড়ো হয় দলগুলো। এরপর তারা পল্টন অভিমুখে পদযাত্রা শুরু করে। এই পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ মোট ৮ দলের নেতাকর্মীরা অংশ নেন।
পদযাত্রা শেষে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
দলগুলো পদযাত্রার পর প্রধান উপদেষ্টার বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করবে। তাদের পাঁচ দফা দাবি হলো:
-
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরে গণভোট আয়োজন।
-
আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে বা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা।
-
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (Level Playing Field) নিশ্চিত করা।
-
‘ফ্যাসিস্ট’ সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
-
‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।