চেতনায় ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে: তারেক রহমান.
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৬:৪২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র নির্মাণে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এটি আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকারে সেদিন জনগণ রাজপথে নেমে এসেছিল।”
তিনি আরও বলেন, “স্বাধীনোত্তর ক্ষমতাসীন গোষ্ঠী দেশকে একদলীয় বাকশালের মধ্যে ঠেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল। তবে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় জনতা ও সাহসী সৈন্যদের ঢলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশে গণতন্ত্র ও বাক্-স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠিত হয়।”
তারেক রহমান সতর্ক করে বলেন, “আওয়ামী ফ্যাসিস্টরা গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়েছে। তারা নেতা-কর্মীদের উপর দমন-নিপীড়ন, গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে ভয়াল শাসন কায়েম করেছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।