বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়ার বার্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

রাজনীতিতে আবারও আলোচনায় ফিরেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। গণফোরাম ও গণঅধিকার পরিষদে রাজনৈতিক পথচলার পর এবার তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রেজা কিবরিয়া নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেবেন।

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।

রেজা কিবরিয়া বলেন,

“ইতোমধ্যে আমি বিএনপিতে যোগ দিয়েছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।”

বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, দলীয় সূত্রে জানা গেছে হবিগঞ্জ-১ আসনটি এখনো ফাঁকা রয়েছে এবং সেখানে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন এবং দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানারে তিনি ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।

পরবর্তীতে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন রেজা কিবরিয়া। পরে ব্যক্তিগত কারণে কিছুটা সময় রাজনীতি থেকে নিজেকে দূরে রাখেন। দলটি বিভক্ত হলে তিনি আমজনতার দল গঠন করেন এবং এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top