আমজনতার দলের নিবন্ধন প্রাপ্য : রিজভী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৮:৪৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন তালিকা থেকে বাদ পড়ায় আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান অনশন শুরু করেছেন। মঙ্গলবার থেকে ইসির প্রধান ফটকের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। অনশন কার্যক্রমের ৫০ ঘণ্টা পার হওয়ার পর বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেকের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
রিজভী বলেন,
“আমজনতার দল ইতোমধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। আমি দেখেছি আরও গুরুত্বহীন কিছু সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দল কেন দেওয়া হল না, আমি বুঝতে পারলাম না।”
তিনি আরও জানান,
“তারেক এ দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছেন। সে আইন সম্মত রাজনৈতিক দল গঠন করেছে। যদি উদ্দেশ্য খারাপ হত, তাহলে গোপন রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করত। তিনি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করেননি।”
রিজভী অভিযোগ করেন, দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষার জন্য তারেকের রাজনৈতিক উদ্যোগকে অবমূল্যায়ন করা হচ্ছে। তিনি বলেন,
“তারেকের চিন্তা, রাজনৈতিক সংগ্রাম ও কর্মসূচি অনুযায়ী যে দল গঠন করেছেন, তার নিবন্ধন অবশ্যই প্রাপ্য। ন্যায়সংগত কারণে যে অনশন করছেন, আমরা তার প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি।”
মঙ্গলবার অনশন শুরু হওয়ার পর থেকে আরও কয়েকটি দলের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তারেকের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বুধবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও অনশনকে সমর্থন জানিয়ে নিবন্ধন প্রদানের দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই ঘটনায় নির্বাচন কমিশনের নিবন্ধন নীতিমালা ও প্রক্রিয়া নতুন করে আলোচনায় এসেছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।