সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২২

সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ নম্বর ওয়ার্ডের শাখা সভাপতি মনজ মল্লিক ওরফে (ঝন্টু)। তিনি জানান, পারিবারিক ও সামাজিক কারণে তারা সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পদ ও সকল কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন: সভাপতি মনজ মল্লিক (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, এবং সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি গঠন করা হয়েছিল, তবে তারা পদত্যাগ করেছেন কি না তা তার জানা নেই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top