ওসমান হাদিকে গুলি, চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক জুলকারনাইন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:২২

সংগৃহীত

রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেখানে তিনি দাবি করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে বাংলাদেশে অনুপ্রবেশের উদ্দেশ্যে বেশ কিছু সশস্ত্র ব্যক্তিকে পাঠিয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আন্ডারওয়ার্ল্ড চক্র, কুষ্টিয়া–মেহেরপুর অঞ্চলের কিছু চরমপন্থি গ্রুপ এবং বিভিন্ন অপরাধী সংগঠনের সদস্যরা নির্বাচনের আগে কয়েকজন প্রার্থী ও জনপ্রিয় ব্যক্তিত্বকে টার্গেটে রেখেছে।

সায়ের আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন কর্মকর্তা, যাকে তিনি ‘সুব্রত বায়েনের হ্যান্ডলার’ হিসেবে পরিচয় দেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও গণমুক্তি ফৌজের প্রধান মুকুলের সঙ্গে কথিত ফোন কনফারেন্সে আলোচনা করেছেন। তার দাবি মতে, কারাগার থেকে সুব্রত বায়েন নিজের মেয়ের মোবাইল ব্যবহার করে পিচ্চি হেলাল ও পশ্চিমবঙ্গের পলাতক মুকুলের সঙ্গে কথা বলেন। পরে সুব্রত বায়েনের মেয়ে সিনথিয়া বিতু বিভিন্ন পলাতক বা আলোচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথনেরও ব্যবস্থা করে দেন বলে তিনি দাবি করেন।

সায়ের তার স্ট্যাটাসে সতর্ক করে লেখেন, নির্বাচনকে অস্থিতিশীল করতে একটি বিশেষ গোষ্ঠী নানা চেষ্টা চালাতে পারে, এবং এ পরিস্থিতিতে ঐক্য ও সতর্কতাই বড় প্রতিরোধ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top