মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী আজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪
আজ ১২ই ডিসেম্বর, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী। ১৮৮২ সালের এই দিনে তিনি তদানীন্তন ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের ধুবড়ি জেলার সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মওলানা ভাসানী ছিলেন এক অনন্য প্রতীক। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানের স্বৈরাচারবিরোধী সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার পূর্বাপর সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য।
তরুণ বয়সে খেলাফত আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে তিনি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেন। তাঁর বিখ্যাত স্লোগান "লাঙ্গল যার জমি তার" আজও কৃষক আন্দোলনের প্রেরণা হয়ে আছে।
মওলানা ভাসানী সর্বদা সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে নির্ভীক কণ্ঠে কথা বলেছেন। এজন্যই তিনি 'মজলুম জননেতা' হিসেবে পরিচিতি লাভ করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, অনাড়ম্বর ও নির্মোহ—যা তাঁর দেশ ও মানুষের প্রতি গভীর মমত্ববোধকে আরও প্রতিফলিত করে।
শোষণ ও বঞ্চনামুক্ত, প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। বাঙালি জাতিসত্তা বিকাশ ও রাজনৈতিক চেতনাকে জাগ্রত করতে তাঁর ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
১৯৭৬ সালের ১৬ই মে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন মওলানা ভাসানী, যা বাংলাদেশের পরিবেশ ও নদী অধিকার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর কিছুদিন পর, ১৯৭৬ সালের ১৭ই নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় সমাধিস্থ করা হয়।
এনএফ৭১ /ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।