হাদিকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির,চাইলেন দোয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিক্যালে পৌঁছান বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় জামায়াত আমির বলেন, “তফসিল ঘোষণার ঠিক পরেরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাইযোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের।”

হাদির উপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top